আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকা থেকে জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়। বিকেলে নাটোর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মারুফাত হুসাইন এ বিষয়টি জানান। এ সময় উপস্থিত ছিলেন – অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান। পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় রংপুরগামী মোহাম্মদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে পুলিশ। এ সময় মো. আরিফ হাওলাদার (৪০), মো. আরিফ হোসেন (৪৭), মো. মোস্তফা খান (৪৩), মো. রফিকুল ইসলাম (৪০) ও মো. ফেরদৌস হাওলাদারের (৩০) কাছ থেকে ১০০০ ও ২০০ টাকার মোট ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সিংড়া পৌর জামায়াতের আয়োজনে শহরের শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদরুল উলা’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, সিংড়া পৌর জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম, উপজেলা জামায়াতের সাবেক আমীর শারফুল ইসলাম তাঁরা, জামায়াত নেতা রুস্তম আলী, রফিকুল ইসলাম, মতলেবুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলী আকবর।
Discussion about this post