আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় জালিম উদ্দিন(৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম গুরুতর হয়। আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে ৪টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জালিম উদ্দিন উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বড়াইগ্রাম থানা মোড়ে জালিম উদ্দিন পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বনপাড়া থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে ওই পথচারী মহাসড়কে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় । মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, রাস্তা পারাপার হওয়ার সময় একটি মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাকালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post