মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরুজ আখরোপন ও মাড়াই মৌসুমে আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখচাষি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাগে ৪ টায় দামুড়হুদা সাবজোনের রামনগর কেন্দ্রের হাতিভাঙ্গা কওমী মাদ্রাসা মাঠ সংলগ্ন ক্লাব মাঠে আখচাষি মো. আলীহিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যাণ্ড কোং(বাংলাদেশ)লি.এর ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি)মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া এবং ডিজিএম (সম্প্রসারণ) মো.মাহবুবুর রহমান।এসময়ে ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, আখ ফসলকে পোকামাকড়মুক্ত করার পাশাপাশি অধিক ফলন ও অধিক চিনি আহরনের লক্ষ্যে আখের ডিট্রাসিং করতে হবে।এছাড়া তিনি উপস্থিত আখচাষিদের আগাম আখরোপন করে ভর্তুকির সূযোগ গ্রহনের পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করতে আহবান জানান । মহাব্যবস্থাপক (কৃষি) আখরোপনে বিশেষ করে নতুন এলাকা হিসেবে অধিক আখরোপন করে নতুনভাবে এলাকার উন্নয়ন করতে ও কেন্দ্র করা যায় সেই পরিমাণ আখরোপন করতে উপস্থিত চাষীদের অনুরোধ করেন ।
Discussion about this post