স্টাফ রিপোর্টার: আগামী ২৩ নভেম্বর সম্মেলনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে তিনটি পদের বিপরীতে জমাকৃত সাতটি মনোনয়নপত্রই চূড়ান্ত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু।
রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শেষ সময়ের মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে নির্বাচন কমিশনারদের কাছে প্রার্থীরা সরাসরি ও প্রতিনিধিদের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে সোমবার নির্বাচন কমিশনাররা সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন।
সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় মাহমুদ হাসান খান বাবুকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি পদে চূড়ান্ত ছয়জন প্রার্থী হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নিলিমা বিশ্বাস মিলি। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সফিকুল ইসলাম পিটু, দামুড়হুদা উপজেলা বিএনপির নেতা মোহা. খালিদ মাহমুদ, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. মোমিনুর রহমান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু।
গত শনিবার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে দুটি পদের জন্য সাতজন প্রার্থীর পক্ষে তাদের প্রতিনিধিরা মনোনয়নপত্র উত্তোলন করেন। পরদিন রোববার চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে নির্বাচন কমিশনারদের কাছে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা সরাসরি ও প্রতিনিধিদের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন।
জমাকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই শেষে জেলা বিএনপির সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল খালেক, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুর রউফ, অ্যাডভোকেট শাহজাহান মুকুল, অ্যাডভোকেট মানি খন্দকার ও অ্যাডভোকেট মিল্টন স্বাক্ষরিত পত্রে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
Discussion about this post