স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় পড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কাশিমপুরের ৪৮টি পরিবারের সদস্যরা।
গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদ এবং অবৈধ জোত বাতিল, প্রতিকার ও ন্যায়বিচারের দাবিতে সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এ বিক্ষোভ করেন তারা। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি দেন।
ভুক্তভোগীরা জানান, ভুক্তভোগী বানু বেগমসহ জমির মালিকদের নানা অজুহাতে নামজারি না দিয়ে অন্যদের দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয় ভূমিকার কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগকারী ও তাদের শরীক পরিবারের লোকজন অনিয়মের এসব বিষয়গুলি খতিয়ে দেখে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন। অনিয়মকারীদের বিচার দাবি করেছেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কায়সার খসরু বলেন, ভুক্তভোগীদের আবেদন পেয়েছি। কাগজপত্র যাচাই-বাছাই শেষে ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি।
Discussion about this post