মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ-হিজলার জনগনের কাছে মানবতার ফেরিওয়ালা বলে পরিচিতি পাওয়া মেহেন্দিগঞ্জের গর্বিত সন্তান এডভোকেট এম হেলাল উদ্দিন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল ( বিডিআর বিশেষ ট্রাইবুনাল) ও ঢাকা জজকোর্ট স্পেশাল-৪ এর পাবলিক প্রসিকিউটর(পিপি) হিসাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় নিজ এলাকার সর্বস্তরের জনতার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেয়া হয়। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার চানপুর ইউনিয়নের মাঝিরহাট বাজারে তার সন্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে ওই ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান নাছির উদ্দীন তালুকদার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত প্রধান অতিথি বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, আপনাদের ভালোবাসার কাছে চীর কৃতজ্ঞ থাকবো। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে সহকারী এটর্ণি জেনারেল করেছে, এজন্য আমার দলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, আমি বরিশাল -৪ আসনের জনগণের সেবক হতে চাই, এ জন্য আপনাদের দোয়া এবং সমর্থন চাই, দেশ মেরামতের কাজে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করে সকলকে ন্যায় ও ইনসাফ পাইয়ে দেবার জন্য নতুন করে লড়াই শুরু করেছি। এই লড়াইয়ে আমার এলাকার জনগনের পরামর্শ ও সমর্থন আমার কাজের গতি কয়েকগুন বাড়িয়ে দেবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ অমান্য করে মেহেন্দিগঞ্জ- হিজলাতে কিছু বিএনপি নামধারী দুষ্কৃতকারী চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত আছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখনো সময় আছে সঠিক পথে ফিরে আসুন, নতুবা আপনাদের কোন ঠাই বিএনপিতে হবে না। জুলাই আগষ্টে ছাত্র-জনতাকে অধিকার আদায়ের মূলমন্ত্রে উজ্জীবিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমান। আওয়ামী সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে সাহস নিয়ে রুখে দাঁড়ানো যুবসমাজকে ভিডিও মেসেজ দিয়ে উৎসাহিত করেছেন তারেক রহমান।
চানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক ইব্রাহিম বক্সির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্যজীবি দলের আহবায়ক ফারুক আহমেদ, বরিশাল উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা লুৎফুল্লাহ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ মাকসুদুর রহমান, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুস জুবায়ের, সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহেব হোসেন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের সদস্য সোহেল হোসেন চুন্নু, রেজাউল করিম, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা তাতী দলের সভাপতি হুমায়ুন কবির উড়িয়া, সহ-সভাপতি জামাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জুয়েল মাতাব্বর, বিএনপি নেতা বাকের তালুকদার, সুমন খান, আক্তার বক্সি, জাকির খান, আব্দুল বক্সি, সাইফুল রাঢ়ী, কাশেম মাঝি, জামাল খা।
বক্তারা বলেন, একজন স্বচ্ছ ও স্বজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আইন পেশায় ও তার ব্যাপক সুনাম রয়েছে। বিএনপির দুর্দিনে তিনি দলকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করেছেন। এদিন সন্ধ্যায় হেলাল উদ্দিন এর আয়োজনে তার পারিবারিকভাবে এলাকায় ওয়াজ মাহফিলে এবং কবর জিয়ারত এর করা হয়। ওয়াজ-মাহফিলেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। পারিবারিক কবরস্থানে সকল মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়। এর আগে সকালে লঞ্চ যোগে ঢাকা থেকে মেহেন্দিগঞ্জ এসে পৌঁছলে হাজারো নেতা কর্মীরা ও এলাকাবাসী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Discussion about this post