স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জাল টাকা বিক্রয় চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪ লক্ষ ৯৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আজ শনিবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতির মাধ্যমে এসব তথ্য জানান, জিমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: আকবর হোসেন।
তিনি জানান,শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বাসন থানাধীন বাড়িয়ালী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোছাঃ সালমা বেগম (৪৩) কে আটক করা হয়। আটককৃত সালমা বাগেরহাট জেলার সদর থানার আতাইকাটি গ্রামের মৃত শেখ আবু তালেবের মেয়ে এবং আলমের স্ত্রী।
উপ-পুলিশ কমিশনার জানান, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী তার সহযোগী অপরাপর পলাতক আসামীর সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ বাগেরহাট জেলা হইতে জাল টাকার নোট সংগ্রহ করিয়া বাসন থানা এলাকাসহ আশপাশের এলাকায় জাল নোটের কারবার করিয়া থাকে। এর আগেও তার বিরুদ্ধে জাল টাকা বিক্রয় করায় ডিএমপির ঢাকার রমনা থানায় মামলা মামলা রয়েছে। তার বিরুদ্ধে জিএমপি বাসান থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post