রোকনুজ্জামান,কোটচাঁদপুর : ডায়াবেটিস সু- স্বাস্থ্যই হোক আমাদের অঙ্গিকার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন আঁখ সেন্টার মোড়ে মুকুল খালেদা ডায়াবেটিস হাসপাতাল থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোটচাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি জিন্নাতুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডায়াবেটিক সমিতির সিনিয়র ডাক্তার হারুন অর রশিদ তুহিন,ডাক্তার তাপস কুমার বিশ্বাস ঝিনাইদহ সহকারী সার্জন ২৫০ শর্য্যা জেনারেল হাসপাতাল , আক্তারুজ্জামান সহ আরো উপস্থিত ছিলেন,ডায়াবেটিক সমিতির সদস্য, বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ, পল্লী চিকিৎসক গন ও অনির্বাণ ব্লাড ডোনার ক্লাব তালসার, কোটচাঁদপুর ব্লাড সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Discussion about this post