আল আমিন,নাটোর প্রতিনিধি :- নাটোরে কাঁচা সবজির পর এবার তরুণদের উদ্যোগে বাজার দরের চেয়ে কম মুল্যে ও স্বল্প পরিমানে মানসম্মত গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জনতার বাজারের উদ্যোগে কম দামে ও মানসম্মত গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়। ক্রেতারা জানান, অন্যান্য কসাইরা ১ কেজির কম মাংস বিক্রি না করায় অনেক স্বল্প আয়ের মানুষজন গরুর মাংস কিনতে পারতেন না। তবে জনতার বাজারে প্রথম বারের মতো ২৫০ গ্রাম মাংস কিনতে পারছেন তারা। এখানে জনপ্রতি সর্বোচ্চ ৩ কেজি পর্যন্ত মাংস ৬শ ৪০ টাকা কেজি দরে কেনা যাচ্ছে। শহরে প্রথমবারের মতো ২৫০ গ্রাম মাংশ বিক্রি হওয়ায় খুশি ক্রেতারা। এছাড়া কসাইদের চেয়ে কম দাম ও ভালো মানের মাংস এখানে পাচ্ছেন বলে জানান ক্রেতারা। নিম্ন আয়ের মানুষদের কম মূল্য আমিষ খাবার দিতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। প্রতি মঙ্গলবার ও শুক্রবার নাটোরের মাদ্রাসা মোড়ে জনতার বাজারে ৬শ ৪০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হবে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজারের পরিসর বাড়াবে বলে জানায় এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
Discussion about this post