স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আজ ১২ নভেম্বর সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ২২ত ম প্রতিষ্ঠা বার্ষিকী সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা আয়োজন করা হয়। আলোচনা সভায় গাজীপুরের টঙ্গীতে টিওয়াইটিসি এর মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরে সভাপতি মনিরুল ইসলাম রাজিবের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকশিত নারী নেটওয়ার্ক গাজীপুর এর সাধারণ সম্পাদক নারীনেত্রী খাদিজা আক্তার বিনা, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি ও আমাদের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি শাহজাহান শোভন, বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল ইসলাম সাজিব, ছাত্র প্রতিনিধি সাথী আক্তার,সানজিদা নাহার,অবিভাক প্রতিনিধি সাদিয়া আফরিন,নারীনেত্রী রাবেয়া বেগম, কারিগরি যুব প্রশিক্ষণ কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো: সোহরাব মিয়া সহ প্রমূখ। কেক কাটার মধ্যে দিয়েই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
Discussion about this post