আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের সিংড়া উপজেলা সদরে কর্মী–সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিস্কৃত ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ। গতকাল রোববার দুপুরে উপজেলার গরুহাটি মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। বিপ্লব ও সংঘতি দিবস উপলক্ষে তিনি ব্যক্তিগত উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করেন। শোভাযাত্রায় অংশ নেওয়া কর্মীদের সূত্রে যায়, দাউদার মাহমুদের আহ্বানে রোববার দুপুর ১২টা থেকে দলে দলে বিএনপির কর্মী–সমর্থকেরা সিংড়া গরুহাটির মাঠে জড়ো হতে শুরু করেন। দুপুর সাড়ে ১২টার মধ্যে কর্মী–সমর্থকে ভরে যায় গরুহাটি মাঠ। পরে সেখান থেকে দাউদার মাহমুদের নেতৃত্বে বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরের কোর্ট মাঠে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দাউদার মাহমুদ। দাউদার মাহমুদ বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করে। জিয়াউর রহমান মুক্ত হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। এখনো দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসররা নানা কৌশলে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের দেশবিরোধী ষড়যন্ত্র তারেক রহমানের নেতৃত্বে এ দেশের কোটি কোটি মানুষ প্রতিহত করছে এবং ভবিষ্যতেও করবে। উল্লেখ্য, কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করে মোটর শোভাযাত্রা করার দায়ে ২২ সেপ্টেম্বর তৎকালীন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর আজ প্রথমবারের মতো তিনি তাঁর কর্মী–সমর্থকদের নিয়ে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেন।
Discussion about this post