নিজস্ব প্রতিবেদক :: শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ফেরাতে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ রোববার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন সংস্কারের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় অন্য প্রসিকিউটরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশকে বিপদে ফেলতে পারে এমন অপচেষ্টা রুখে দেওয়া হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ যা নিয়ে মাথাব্যথা নেই অন্তর্বর্তী সরকারের।
ট্রাইব্যুনালের সংস্কারাধীন মূল ভবন পরিদর্শন করে আইন উপদেষ্টা জানান, আগামী সপ্তাহে ট্রাইব্যুনালের মূল ভবনে শুরু হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার।
এদিকে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ব্যক্তি পর্যায়ে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে। সরকারের সিদ্ধান্ত পেলে দল হিসেবে আওয়ামী লীগের বিচার কাজ শুরু করবে ট্রাইব্যুনাল।
Discussion about this post