গাজীপুরের কালীগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। আজ শনিবার দিবসটি উপলক্ষে বিকেলে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
এ সময় বিএনপি নেতা হুমায়ুুন কবির মাস্টার, সোলায়মান আলম, খাইরুল হাসান মিন্টু, খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, ফরিদ আহমেদ মৃধা, মনিরুজ্জামান খান লাভলু, আলমগীর হোসেন স্বপন, ইব্রাহীম প্রধান, লুৎফর রহমান, মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, রুহুল আমিন, প্রদীপ কুমার মিত্র, যুবদল নেতা মাসুদ রানা, আলী নূর হাসান, হাসানুর রহমান জুয়েল, মকবুলুর রহমান, তাঁতীদল নেতা হারুন-অর-রশিদ, স্বেচ্ছাসেবকদল নেতা আশরাফী নেওয়াজ শাওন চৌধুরী, ইনজামামুল হক জাকির, সাইফুল ইসলাম সুমন, জেট জোবায়ের হোসেন, রাশিদুল ইসলাম রিপন, ছাত্রদল নেতা রুবেল শেখ, হাসানুর রহমান হাসান, মাজহারুল ইসলাম বিপ্লব, হাসিবুর রহমান শান্ত, খালিদ হাসান হিমেল, আবুল হোসেন প্রিন্সসহ কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Discussion about this post