স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশনায়ক তারেক রহমানের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আগামীতে গাজীপুরের বিএনপি পরিচালিত হবে।
শুক্রবার বাদ জুমা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসের র্যালিতে যোগদানের জন্য ঢাকা যাত্রার প্রাক্কালে টঙ্গীর বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মিলানায়তনে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিগত সরকারের আমলে সারাদেশে বিএনপি-অঙ্গসহযোগী সংগঠনের নেতাকমীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনকালে বিএনপি নেতাদের নামে যেসব ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো অতিদ্রুত প্রত্যাহার করার জন্য অর্ন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছর পুরো দেশকে একটি কারাগারে পরিণত করে রেখেছিল। কেউ মুখ খুলে অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি। বাক-স্বাধীনতা, ভাত ও ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন- মুফতি আসিফ বিন হারুন, বিএনপি নেতা নাজিম উদ্দিন সরকার, কিবরিয়া খান জনি, শুভ মিয়াজী, শাহ জালাল, মোহাম্মদ শরিফ মিয়া ও মোহাম্মদ মারুফ হোসেন প্রমুখ।
Discussion about this post