আল আমিন, নাটোর প্রতিনিধি :- চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান ও প্রচারণা চালানো হয়েছে। আজ বুধবার দিনব্যাপি রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির যৌথ আয়োজনে সিংড়ার চলনবিলের দশটি পয়েন্টে এই কর্মসুচি পালন করা হয়। দিনব্যাপি অভিযানে বক পাখি শিকারের জন্য বিশেষ ভাবে তৈরি পাঁচটি কিল্লাঘর ফাঁদ ধ্বংস ও বিভিন্ন প্রজাতির দশটি পাখি অবুমুক্ত এবং বিলের জীববৈচিত্র্য শামুক, কাঁকড়া, কুইচা জব্দ করে পানিতে অবমুক্ত করা হয়। অভিযানে শামুক, কাঁকড়া ও কুইচা কেনাবেচাঁর অপরাধে ডাহিয়া গ্রামের মনির হোসের ও আসাদ আলী নামের দুই ব্যক্তির কাছ থেকে মুচলেকা নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়ার্ডলাইফ সুপার ভাইজার সরোয়ার হোসেন খান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক হারুন অর রশিদ প্রমূখ। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বর্ষার শেষ ভাগে ও শীতের শুরুতে চলনবিলে পাখি শিকারিদের আনাগোনা বেড়ে যায়। প্রতি বছরের ন্যায় শীতের শুরুতে বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সচেতনামূলক প্রচারাভিযান শুরু করেছে। পাখি শিকারের খবর পেলেই কাকডাকা ভোরে বিলের দুর্গম এলাকায় সংগঠনের সদস্যরা ছুটে যাচ্ছেন।
Discussion about this post