স্টাফ রিপোর্টারঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে সৌদি আরবের মেছপালা মহানগর বিএনপি’র সভাপতি মোঃ এনামুল হক মোল্লা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের ঐতিহাসিক এই দিনটিতে মুক্তির মশাল জ্বলে উঠেছিল ব্যারাক থেকে সারা বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে এই বিশেষ দিনটিতে সংগ্রামী সকল মেহনতী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও জীবন রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতিগুলো খুবই আদর্শিক ছিল তার একজন সৈনিক হতে পারে কর্মী হতে পারে নিজেকে ধন্য মনে করছি। আমার বয়স যখন ১০-১২ বছর তখন থেকেই ¯েøাগান ধরতে শিখেছি দেশ গড়েছেন শহীদ জিয়া নেত্রী মোদের খালেদা জিয়া। এই বিপ্লবী ¯েøাগান কে জাতীয় ¯েøাগান হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিবস এই দিবসকে জাতীয় দিবস হিসেবে পালন করার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
তিনি আরো বলেন, ৭ নভেম্বর শুধুমাত্র বিপ্লব ও সংহতি দিবস নয় এটি একটি চেতনার দিবস জাতিকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার দিবস। এই দিবসটিকে পালন করতে গিয়ে যারা বুকের রক্ত ঢেলে দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি সৌদি আরবের মেছপালা মহানগর বিএনপি’র পক্ষ থেকে বিন¤্র শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
পরিশেষে তিনি শুভেচ্ছাবানীতে আরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য রক্তের উত্তরসূরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সুখী সমৃদ্ধ একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব ইনশাল্লাহ।
Discussion about this post