নিজস্ব প্রতিবেদক :: দেশের সবচেয়ে বেশি আলোচিত ও রাষ্ট্রনিপীড়িত গণমাধ্যম দৈনিক অন্যদিগন্ত পত্রিকার সাবেক সম্পাদক জীবন্ত কিংবদন্তি সাংবাদিক মোহাম্মদ মাসুদ। জীবন্ত কিংবদন্তি সাংবাদিক মোহাম্মদ মাসুদ এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সংগঠন। তিনি যে-সব সাংবাদিক সংগঠনে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। অর্থ সম্পাদক,ঢাকা প্রেস ক্লাব। মহাসচিব, মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি। সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। কাউন্সিলর,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। সদস্য, কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা। সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম।
এছাড়াও তিনি তার সম্পাদিত পত্রিকায়, সঠিক সংবাদ প্রকাশ করায় ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনের আমলে অনেকগুলো মিথ্যা মামলাসহ শতাধিক ভিত্তিহীন জিডির শিকার হয়। এর মধ্যে,স্বৈরাচার সরকারের সবচেয়ে ক্ষমতাশালী আমলা, সাবেক মন্ত্রী পরিষদের সচিব কবির বিন আনোয়ার নিজেই মিথ্যা মামলা দায়ের করিয়েছেন তার লোকদিয়ে। স্বৈরাচার সরকারের দোসর কবির বিন আনোয়ার শুধু মিথ্যা মামলা দায়ের করেই থেমে ছিল না।
এই ক্ষমতাশালী আমলার অপ-রাজনীতি,ক্ষমতার দাপট দেখিয়ে,স্বৈরাচার সরকারের একক আইন শাসক ব্যবস্হায়,জীবন্ত কিংবদন্তি সাংবাদিক মোহাম্মদ মাসুদ এর সম্পাদনায় ১৭ বছরের প্রকাশিত দেশের সবচেয়ে বেশি আলোচিত ও রাষ্ট্রনিপীড়িত দৈনিক অন্য দিগন্ত পত্রিকার সম্পাদক পদ থেকে ডিসি কোর্টে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। তবে, No one can stop him from publishing true news. ফ্যাসিবাদ দলের দোসরদের মিথ্যা মামলা-হামলা,গুম করে দেওয়ার হুমকিসহ কোন কিছুর তোয়াক্কা করার যেনো সময়ই ছিলো না জীবন্ত কিংবদন্তি সাংবাদিক মোহাম্মদ মাসুদের। দেশের সাংবাদিক অঙ্গনে তিনি বেশ সু-পরিচিত একজন “সাহসের ফেরিওয়ালা” হিসাবে।
এছাড়াও তিনি,সারাদেশে অসংখ্য গণমাধ্যম কর্মী-তৈরী করার একজন সু-দক্ষ কারিগর। “সাহসের ফেরিওয়ালা” জীবন্ত কিংবদন্তি সাংবাদিক মোহাম্মদ মাসুদ সাহেবের সম্পাদনায় বর্তমান ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকা “আমার স্বাধীনতার কথা বলি” স্লোগানকে সামনে রেখে দেশের অনিয়ম,দুর্নীতি, অপরাজনীতিসহ সকল খবরাখবর অফলাইন কিংবা অনলাইন খবরের আড়ালে লুকিয়ে থাকা খবরাখবর প্রকাশে সবার আগে। ৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশ অনলাইন সংবাদ পত্র সম্পাদক পরিষদ (বনেক) মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ এর অনুষ্ঠানে দেশের সংবাদপত্রে বিশেষ ভুমিকা রাখায় তিনি সম্মাননা স্মারক লাভ করেন। সারাদেশে থেকে আগত সকল গণমাধ্যম কর্মীদের সাহসের সাথে সত্য প্রকাশ করার আহবান জানান। এছাড়াও তিনি সারাদেশের সাংবাদিকদের উপর মিথ্যা মামলা হামলা ও নির্যাতন প্রতিরোধের বিষয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত অসংখ্য সিনিয়র সাংবাদিকরা বলেন, আমরা শতভাগ বিশ্বাস রাখি এই জীবন্ত কিংবদন্তি সাংবাদিক মোহাম্মদ মাসুদের সম্পাদনায় ,দৈনিক অন্যদিগন্ত পত্রিকার চেয়েও একধাপ এগিয়ে যাবে দৈনিক সবুজ বাংলাদেশ।
এছাড়াও আরো বলেন, জীবন্ত কিংবদন্তি সাংবাদিক মোহাম্মদ মাসুদ সত্য প্রকাশে অতীতেও সাহসীকতা দেখিয়েছেন এবং ভবিষ্যতেও সেই সাহসীকতার সাথেই সত্য প্রকাশে অটুল থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং তার সম্পাদনায় প্রকাশিত দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার পরিবারের সকল সদস্য তার এই সাহসীকতার ছোঁয়ায় এগিয়ে যাবে।
Discussion about this post