স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে ইয়াবাসহ রিমা আক্তার (২০) নামের এক রোহিঙ্গা যুবতীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মহানগর ডিবি পুলিশ।
রোহিঙ্গা যুবতীকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ বলছে, কক্সবাজার জেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিনব কৌশলে ইয়াবা ট্যাবলেট টঙ্গীতে এনে গাজীপুরসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন তিনি।
রিমা আক্তার কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের থাকেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আউচপাড়া এলাকার কলেজ রোডের কাঁচাবাজারসংলগ্ন মোরশেদুর রহমান মিলন নামক এক ব্যক্তির বাড়ি থেকে রিমা আক্তারকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবতী জানান, কক্সবাজার জেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টঙ্গীতে এনে গাজীপুরসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন তিনি।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘মহানগর ডিবি পুলিশ রোহিঙ্গা যুবতীকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানায় দিয়েছে। সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post