রোকনুজ্জামান, কোটচাঁদপুরঃ কোটচাঁদপুরে পল্লীতে দোকান নিয়ে বিরোধের জেরে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আরেক ভাই। ওই ঘটনায় পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন আমির হোসেন। বিরোধ মিমাংসায় উভয় পক্ষকে ডাকা হলে এক পক্ষ হাজির হয়নি বলে জানিয়েছেন থানার সহউপপরিদর্শক (এএসআই) আজম।ভুক্তভোগী আমির হোসেন বলেন,উপজেলার কুশনার বান্দাল বাজার। ওই বাজারের সরকারি জায়গায় নির্মিত দোকান ঘর যা গত ১০ বছর হল আমার ছেলে ডালিম হোসেন স্ট্যাম্পে লেখাপড়া করে মোশারফ হোসেনের কাছ থেকে দোকানটি ২০ হাজার টাকা দিয়ে কিনে নেন। সে থেকে আমি ভোগ দখল করে আসছি। সম্প্রতি আমি পুরানো দোকান ভেঙ্গে মেরামত করতে যায়। এ সময় মোশারফ ও তাঁর সঙ্গীয় লোকজন নিয়ে জোরপূর্বক ওই দোকান ঘর দখলে নেন। সে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে থাকায় তাদের দিয়ে আমাকে ভয় ভীতি দেখাচ্ছেন। আমি নিরুপায় হয়ে প্রতিকার চেয়ে কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করেছিলাম। ওই অভিযোগের করার বেশ কিছু দিন পার হয়ে গেলেও পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় হতাশ ভুক্তভোগী আমির হোসেন। তিনি সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত মোশাররফ হোসেন বলেন,ওই দোকান আমার টাকা দিয়ে নির্মিত। আমি তাকে ব্যবসা করার জন্য দিয়ে ছিলাম। আমি ডালিমকে হাতে করে ব্যবসা শিখিয়েছি। এখন যদি কেউ দোকান তাঁর নিজের বলে দাবি করে, তাহলে তো আর তাদের হয়ে যাবে না। আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। আমি ডালিমের কাছে ৫ লাখ টাকা পাই।কোটচাঁদপুর থানার সহউপপরিদর্শক (এএসআই) আজম বলেন,অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে ছিলাম। তদন্তের পর বিষয়টি মিমাংসার জন্য থানায় উভয় পক্ষকে ডাকা হয়েছিল। তবে বাদী হাজির হলেও বিবাদী মোশারফ হোসেন হাজির হননি ওইদিন।
Discussion about this post