স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। এ দিন ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রতি বিঘা জমির জন্য এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
Discussion about this post