স্টাফ রিপোর্টারঃ জন্ম সনদ সংশোধন করার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এ গিয়ে মানসিক ও শারীরীক হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হয়রানির শিকার হওয়া ভূক্তভোগী মহিলা বিচার ও হয়রানি বন্ধের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরীফ উদ্দিন আহম্মেদ চৌধুরী বরাবর ৩০/১০/২০২৪ইং তারিখে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন, যার স্মারক নং-৩৫০৫। লিখিত অভিযোগে জানা গেছে, টঙ্গীর-উত্তর আউছপাড়া, খাপাড়া রোড, নিশাদ নগরের মোঃ শাহ আলম ফকিরের স্ত্রী মাসুমা বেগম প্রায় ১৫ দিন যাবত তার দুই ছেলের জন্ম সনদ সংশোধন এর জন্য গাজীপুর সিটি কর্পোরেশন পৌরসভা অঞ্চল (১) যায়। তারা ভূক্তভোগী মহিলাকে দিনের পর দিন নানা কাগজের অজুহাত দিয়ে হয়রানি করছে। তাদের চাওয়া সকল কাগজ দেওয়া সত্বেও তারা তাঁর বড় ছেলের জন্ম সনদ সংশোধন করেন। তাদের সাথে কথা বলা যায় না। কোনো বিষয়ে জানতে চাইলে তারা মাসুমা বেগমের সাথে জঘন্য খারাপ আচরন করেন, ধমক দিয়ে বাহিরে বের করে দেয়। তিনি আরও জানান, ছেলেদের জন্ম সনদে শুধু আমার নাম ভুল থাকার কারনে তারা আমাকে দিয়ে দুইবার করে হলফ নামা কোর্ট থেকে আনিয়েছে। তারা আমাকে শারীরিক ও মানুষিক আর্থিক হয়রানী করেছে। আমাকে প্রায় ৭/৮/ হাজার টাকার ক্ষতিগ্রস্থ করেছে, শুধু আমাকেই না আমার মতো এমন হাজারো মানুষকে তারা দীর্ঘদিন ধরে এইভাবে হয়রানি করছে, যারা আমাকে হয়রানি করছে যথাক্রমে তাদের নাম-হামিদা আক্তার নিশি, রেজোয়ানা আক্তার নিপা, আয়েশা আক্তার। আমি একটি লিখিত দরখাস্ত জেলা প্রশাসক মহোদয়ের বরাবর জমা দিয়েছিলাম। কিন্তু আমি তার কোন বিচার পাইনি। যে কোন অভিযোগ পত্র ম্যাজিষ্টেট স্যারের রুমে যাওয়ার আগেই নিশির কাছে চলে যায়। তারা আমাকে নানাভাবে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে আমার নাম্বারে কল দিয়ে আমার ঠিকানা জানতে চায়, আমি কোথায় থাকি এবং বাসা কোথায়। তাদেরকে যেদিন অন্য জায়গায় পোস্টিং করা হয় পরদিন তারা আবার আগের জায়গায় চলে আসে। নিশি আমাকে ফোন দিয়ে বলে আপনার চেয়ে আরো অনেক বড় লোক আমাকে ৩/৪ বার টান্সফারের ব্যবস্থা করেছিল, তারাও আমার কিছুই করতে পারে নাই। আপনিতো একজন সাধারণ মানুষ, তারা আমাকে আরো বলে যে, জেলা প্রশাসকের নিকট কমপ্লেইন দিয়ে আমার কিছুই করতে পারবেন না। আপনার কমপ্লেইন এর গ্রহনযোগ্যতা নাই। হামিদা আক্তার নিশি এভাবেই সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে খারাপ আচরন করে বলে সেবা নিতে আসা একাধিক জনসাধারণ অভিযোগ করেন। হামিদা আক্তার নিশি সম্পর্কে জানতে চাইলে অঞ্চল-১ এর স্টাফ জানান, ২২/০৯২০২৪ইং তারিখে মাহবুব আলম নামের এক ব্যক্তি নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্চল-১ বরাবর একটি লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগে ১৭ জনের নাম উল্লেখ করা হয়। তার ভেতরেও জন্ম নিবন্ধন শাখায় নিয়োজিত হামিদা আক্তার নিশির নাম দেখা যায়। তার বিরুদ্ধে বার বার উদ্ধর্তন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দিলেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? তার খুঁটির জোর কোথায় এলাকাবাসী জানতে চায়। এ ব্যাপারে জানতে চেয়ে টঙ্গী জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসালামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও অপর প্রান্তে ফোন বাজলেও তিনি রিসিভ করেননি। তাই বিষয়টির প্রতি নজর দেওয়ার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রশাসকের নজর দাবী করেছে ভূক্তভোগীসহ এলাকাবাসী।
Discussion about this post