মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানিতে ২০২৪-২৫ সালের আখ মাড়াই মরসুমের যাত্রা শুরুর লক্ষে চলছে নানামুখী পদক্ষেপ, চিনিতে লাভের মুখ দেখতে চলছে নানামুখী আয়োজন। কেরু এ্যান্ড কোম্পানির ২০২৪-২০২৫ চলতি মৌসুমের চিনি উৎপাদনেন সম্ভব্য দিন ধরা হয়েছে আগামী ২০ ডিসেম্বর শুক্রবার। প্রতিবারের ন্যায় মিলটির চিনি কারখানায় লোকসান কমাতে ও লাভবান করতে এবারও নানা মুখি পদক্ষেপ গ্রহন করা হয়েছে। লক্ষমাত্রায় পৌছুতে নেয়া হয়েছে ব্যপক কর্মসুচি। ফলে প্রত্যেক বিভাগে ব্যস্ত সময় পার করছে। নবাগত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসান ইক্ষু রোপন ও কৃষকদের সুযোগ-সুবিধার দিকে বেশী নজর দিচ্ছেন। কৃষকদের আখ পরিস্কার পরিচ্ছন্ন ভাবে যাতে মিলে আসে,কিভাবে ফলন ভাল হয় এসব বিষয়ে সরাসরি চাষীদের মাঝে যেয়ে উদ্বুদ্ধ করছেন।রেখেছেন কৃষদের সাথে সভা-সমাবেশ অব্যাহত। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারী শিল্প প্রতিষ্ঠান এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহতম জেলার একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান এতদ্বা অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি ঐতিহ্যবাহি কেরুজ চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মরসুমের উদ্বোধন করার সকল প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। সাশ্রয় নীতিতে এবারের আখ মাড়াই মরসুমের যাত্রা শুরু করা হতে পারে একটু ভিন্ন আঙ্গিকে। মিলের ব্যবস্থাপনা পর্ষদ অর্থ সাশ্রয় ও চিনি কারখানার লোকসান কমাতে উদ্বোধনকালে অনাড়াম্বর অনুষ্ঠানের পরিবর্তে সাদা-মাটাভাবে মিলের যাত্রা শুরু করার সিদ্ধান্ত গ্রহন নিয়েছে। কেরুজ চিনিকল সুত্রে জানা গেছে, বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশন কর্তৃক ২০২৪-২৫ আখ মাড়াই মরসুমের লক্ষমাত্রা নির্ধারণ করে দিয়েছে। করপোরেশনের লক্ষমাত্রা অনুযায়ি এ মরসুমে নির্ধারন ছিলো ৫ হাজার ১শ একর জমিতে আখচাষ রয়েছে। যার মধ্যে কৃষকের জমির পরিমান ৩ হাজার ৪৫৫ ও কেরুজ নিজস্ব জমিতে রয়েছে ১ হাজার ৬৪৫ একর আখ। ৬৫ মাড়াই দিবসে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করতে হবে। যার গড় মাড়াই হার ১ হাজার ১৫০ মেট্রিকটন। চিনি আহরণের গড় হার নির্ধারিন করা হয়েছে ৬ দশমিক শূন্য শতাংশ। চিনি উৎপাদনের লক্ষমাত্রা রয়েছে ৪ হাজার ২শ মেট্রিকটন। আগামি মাড়াই মরসুমের লক্ষে ১ সেপ্টেম্বর এবারের আখ রোপন মরসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোপনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়ে ৬ হাজার একর জমিতে। যার মধ্যে কৃষকের জমি ৪ হাজার ৩৯৬ ও কেরুজ নিজস্ব জমির পরিমান ১ হাজার ৬০৪ একর জমি। ইতিমধ্যে ২৮০ একর জমিতে রোপন সম্পন্ন হয়েছে। যার মধ্যে কৃষকের জমি ২২০ ও চিনিকলের নিজস্ব জমিতে ৬০ একর। এ ব্যপারে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, আন্তরিকতা ও নিষ্টার সাথে সকলে যদি তাদের কর্ম ক্ষমতা নিংড়ে দেন তাহলেই আমরা আশা বাদী লক্ষমাত্রা অর্জনের মাধ্যমে লাভের মুখ দেখবো। তিনি আরও বলেন বেশী বেশী করে আখচাষ করে মিলটিকে টিকিয়ে রাখতে হবে। মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি
Discussion about this post