বিনোদন ডেস্ক :: গত ২৪ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল বলিউড সিনেমা ‘স্ত্রী ২’। কিন্তু সময়মতো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় তা সম্ভব হয়নি।
চলতি সপ্তাহে সিনেমার ছাড়পত্র হাতে পেয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। গত ১৫ আগস্ট ভারতে মুক্তি পেয়েছে হরর কমেডি ঘরানার সিনেমা স্ত্রী ২। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর।
অমর কৌশিক পরিচালিত এ সিনেমার গল্পে দেখা যায়, চান্দ্রেই শহরে হঠাৎ আবির্ভূত হয় মস্তকবিহীন এক ভূত। ভূত তাড়াতে রাজকুমারকে সহযোগিতার জন্য এগিয়ে আসে শ্রদ্ধা। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সেও আসলে ভূত।
Discussion about this post