স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে বাংলাদেশের জন্য একটি কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য আচরণগত পরিবর্তন সম্পর্কিত দুই দিনব্যাপী একটি আবাসিক কর্মশালা আজ বুধবার শুরু হয়েছে। আন্তর্জাতিক পরামর্শক সংস্থা-আপওয়ার্ড স্পাইরাল কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের সহায়তায় প্রকল্প এলাকাগুলোতে আচরণ পরিবর্তন কৌশল তৈরি করা এসএনভি টিম, অংশীদার সিটি কর্পোরেশন এবং পৌরসভার প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), প্রাসঙ্গিক প্রকল্প কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।
অংশগ্রহণকারীদের সাথে একীভূত হয়ে কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পথে নানাবিধ আবহমান ও প্রযুক্তিগত বাধাগুলো মোকাবিলার জন্য বাংলাদেশে প্রথমবারের মতো বিহেভিয়র সেন্টারড ডিজাইন (বিসিডি) পদ্ধতির মাধ্যমে উপযুক্ত কর্মপন্থা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে-একটি অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে প্রকল্পের কার্যবিধি অনুযায়ী বাজেট, কর্মপদ্ধতি এবং পর্যবেক্ষণ প্রক্রিয়া নিয়মিতকরণের জন্য একটি কাঠামো তৈরি করা হয়।
অংশগ্রহণকারীরা এসএনভি এবং অন্যান্য অংশীদার এবং দাতাদের সহযোগিতায় শহর ও পৌরসভাগুলোর মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নির্দিষ্ট ঢাকনাসহ বিনে বর্জ্য পৃথকীকরণ ও সংরক্ষণের জন্য পরিবারগুলোর মধ্যে টেকসই আচরণ পরিবর্তনের সুপারিশসমূহ কৌশল, বাস্তবায়ন, বণ্টন এবং নিরীক্ষণের জন্য তাদের প্রতিশ্রুতি জ্ঞাপন করেন।
Discussion about this post