আল আমিন, নাটোর প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমীর ড. মীর নুরুল ইসলাম বলেছেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে এবং হত্যাকাণ্ডে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত এ দেশে রাজনীতি করার অধিকার নেই। তিনি বলেন, গণহত্যার সাথে জরিতদের বিচার বাংলার মাটিতে হবে। গতকাল শনিবার রাতে নাটোরের লালপুরে বিলমাড়ীয়া তরুণ সমাজের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ড. মীর নুরুল ইসলাম বলেন, বৈষম্যহীন মানবিক সমাজ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে।
তিনি আরো বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন চাঁদাবাজির সাথে জড়িত নয়, দেশের সকল মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব জামায়াতে ইসলামীর, কিন্তু যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আনেজ উদ্দীন এর সভাপতিত্বে এবং বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রাজন আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা আমীর জামায়াত মনোনীত নাটোর-১ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মাওঃ আবুল কালাম আজাদ, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব সাজ্জাদুর রহমান উজ্জল প্রমুখ।
এ সময় ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন এনটিভির গাহি সাম্যের গান অনুষ্ঠানে ২০১৮ সালের চ্যাম্পিয়ন শিল্পী হাফেজ আব্দুল আওয়াল সহ রাজশাহী থেকে আগত রাজশাহী শিল্পী পরিষদ ইসলামি গান, দেশাত্মবোধক গান, ইসলামী কৌতুক, নাটক ও গম্ভীরা পরিবেশন করেন।
Discussion about this post