স্টাফ রিপোর্টার, টঙ্গী :: স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রর্বতক আধুনিক বাংলাদেশের স্থপতি জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে পথচারী অসহায় দুস্থ ও জনসাধারণের মাঝে ফ্রি চিকিৎসা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ঔষধ বিতরণের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে । আজ রবিবার সকালে গাজীপুর বিএনপির পার্টি অফিসের সামনে মেডিকেল ক্যাম্প স্থাপন করে এই উদ্যোগ গ্রহণ করা হয়। পরে বিভিন্ন প্রকার নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ রোগীদের চিকিৎসা প্রদান ও ফ্রি ঔষধ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সাজু ও সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু,টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল প্রমুখ। এ সময় গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সাজু বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে পথচারী সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
Discussion about this post