আল আমিন, নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় ছাত্রদল ও বিএনপির ১০ কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল সহ আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিএনপির কর্মীরা আওয়ামীলীগের ৫ সমর্থকের বাড়ি ভাংচুর করেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার মধ্যম পাড়া এলাকায় এই ঘটনায় ঘটে। স্থানীয়রা জানায়, প্রায় ৬ মাস আগে বিএনপি কর্মী চাল ব্যাবসায়ী রাকিরের কাছে ৩০ বস্তা চাল বাঁকিতে নেন হোটেল ব্যাবসায়ী ও উপজেলার যুবলীগের যুগ্ন সাধারন আলমগীর হোসেন। গত ৩দিন ধরে পাওনা টাকা চাওয়া নিয়ে বিএনপির কর্মী রাকিরের সাথে দ্বন্দ চলে আসছিলো। শুক্রবার রাত ৯টার দিকে রাকিব সহ বিএনপি ও ছাত্রদলের কর্মীরা চালের টাকা চাইতে যায়।
এসময় আলমগীরের হোটেলের পাশে থাকা যুবলীগের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে ১০ জনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ১২টার দিকে মধ্যম পাড়া এলাকায় ৫ যুবলীগ কর্মীর বাড়ি ভাংচুর করে বিএনপির নেতা-কর্মীরা। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, চাল বিক্রির দ্বন্দ রাজনৈতিক দ্বন্দে রুপ নিয়েছে। বাড়ি ঘরে হামলার বিষয়টি স্বীকার করে তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।
Discussion about this post