নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সিটি কর্পোরেশন তিন খালের মোড়ে তাবু টাঙ্গিয়ে জুয়া খেলার আসর। আইন-শৃংখলার বাহিনী দৃষ্টি আকর্ষণ করছি।এই স্থানে বহুদিন যাবত জুয়া খেলা চলিতেছে বিভিন্ন ওয়ার্ডের জুয়াড়িরা জুয়া খেলতে এই স্থানে আসে। এমনকি বর্ষার সময় তাদের জুয়া খেলা বন্ধ হয়নি l এটা একটা মিনি কেচিনো ৩০ থেকে ৩৫ জন বিভিন্ন ওয়ার্ড থেকে জুয়া খেলার জন্য আসে এবং রাতে ডাকাতি ছিনতাই করে দিনে জুয়া খেলে । জুয়াড়ি স্পর্ট পরিচালনা প্রদান জামাই সুমন গাজীপুর সিটি কর্পোরেশন ৩৮নং ওয়ার্ড ৫০নং ওয়ার্ড ৩৯নং ওয়ার্ড তিনটি ওয়ার্ডের মাঝামাঝি তিন খালের মোড় তাবু টাঙ্গিয়ে জুয়া খেলে ১৮৬৭ সালে জুয়া আইনে বলা হয়েছে যেকোনো ঘর স্হান বা তাবু জুয়ার আসর হিসাবে বেবহৃত হলে তার মালিক বা সাহায্য কারি ও সহযোগী তিন মাসের কারাদণ্ড বা অনুর্ধ ২০০ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবে। সারাদেশে সব ধরনের জুয়া খেলা নিষিদ্ধ আইন-শৃঙ্খলা বাহিনী জুয়াড়ি অভিযানে ব্যাপক জুয়াড়ি আটক করে l আইন-শৃঙ্খলা বাহিনী দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছি এ অসামাজিক জুয়া খেলা বন্ধ করার জন্য তিন ওয়ার্ডের মাঝে ওয়ার্ডে সর্বস্তরের জনগণের অনুরোধ রাখে আইন-শৃঙ্খলা বাহিনীকে এবং এই স্থানের জুয়াড়ি পরিচালনা করে তারাই স্থানীয় কিছু অসৎ ব্যক্তি যাদের ছত্রছায়ায় এই অনিয়ম ও সামাজিক জুয়া খেলা বসতেছে বর্ষার সময় তাদের জুয়া খেলা স্পর্ট বন্ধ হয়নি
Discussion about this post