স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ। শুক্রবার বিকেলে চান্দনা চৌরাস্তায় গাজীপুর মহানগরের বাসন থানার উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ইউনুস আহম্মেদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিল, আছে এবং থাকবে। জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের প্রায় ২৫ জন কর্মী নিহত হয়েছে। প্রায় সাত শতাধিক কর্মী আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন, ফ্যাসিস্টদের ১৬ বছরে দখলদারি, চাঁদাবাজি হামলা-মামলায় জর্জরিত ছিল বাসন থানাসহ দেশবাসী। যেহেতু বৈষম্যের জের ধরে ফ্যাসিস্টদের পতন হয়েছে, তাই ভবিষ্যতে যেন কোনো নিরীহ ব্যক্তি হামলা-মামলা কিংবা নিপীড়নের শিকার না হয়।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসন থানার সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মন্ডল। সঞ্চালনা করেন সেক্রেটারি এম আরিফুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, গাজীপুর মহানগরের সভাপতি মুহাম্মাদ ফাইজ উদ্দীন, আন্দোলন নগর সেক্রেটারি মুফতি হুসাইন আহমদ, নগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের নগর সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, শ্রমিক আন্দোলন নগর সভাপতি ইকবাল হোসেন হাওলাদার, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নগর সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাভারি, যুব আন্দোলন নগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম চৌধুরীসহ আরও অনেকে।
Discussion about this post