স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ময়না বেগম (৩৮) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় মিরাশপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত ময়না বেগম ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দুপপাশা গ্রামের মৃত আয়নাল মাদবরের মেয়ে।
পুলিশ জানায়, ময়না তার দ্বিতীয় স্বামীকে নিয়ে মিরাশপাড়া এলাকায় শফিউরের বাড়ির ভাড়া বাসায় বাস করতেন। তিনি পেশায় পোশাক শ্রমিক। তার স্বামী চা-পান বিক্রি করতেন। সাংসারিক মতবিরোধের জেরে আজ বৃহস্পতিবার সকালে স্বামী আলম ময়নার হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
নিহতের একমাত্র ছেলে জুবায়েদ (১৮) মুন্সি বলেন, ‘আমার বয়স যখন ৭ বছর ছিল তখন আমার বাবা মারা যায়। পরে মা টঙ্গী এসে পোশাক শ্রমিকের কাজ নেয়। গত ৭-৮ মাস আগে মা আলমের সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। আজ বৃহস্পতিবার মায়ের মৃত্যুর খবর পেয়ে টঙ্গীতে আসি।’
টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমদ জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হাত-পা বেঁধে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
Discussion about this post