পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৬০ জনের বেশি ডেমোক্রেট আইনপ্রণেতা। চিঠিতে ইমরানের মুক্তি নিশ্চিতে পাকিস্তানের ওপর ওয়াশিংটনের প্রভাব ব্যবহারের আহ্বান জানিয়েছেন তারা। খবর রয়টার্সের।
চিঠির নেতৃত্বদানকারী মার্কিন প্রতিনিধি গ্রেগ ক্যাসার বলেন, এটি ইমরান খানের মুক্তির জন্য মার্কিন কংগ্রেসের একাধিক সদস্যের প্রথম সম্মিলিত আহ্বান।
ইমরান খানের মুক্তির দাবির পাশাপাশি ডেমোক্রেট আইনপ্রণেতারা পাকিস্তানের সবশেষ নির্বাচনের অনিয়মের বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তবে পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে অন্যায় আচরণের অভিযোগ অস্বীকার করেছে এবং নির্বাচন কমিশনও নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে।
২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি জীবনযাপন করছেন।
Discussion about this post