স্টাফ রিপোর্টার, গাজীপুর :: চাঁদাবাজির অভিযোগে স্থানীয় আওয়ামী যুবলীগ নেতাসহ ৫ পুলিশ সদস্যের নামে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার মামলা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি, গাজীপুর) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- গাজীপুর মেট্রো সদর থানার সাবেক এএসআই জহিরুল ইসলাম, মো. আব্দুর রশিদ, কনস্টেবল লতা আক্তার, শান্তা আক্তার, এসআই আবু ছাইদ, পুলিশের সোর্স আমিনুল ইসলাম, মাসুদ পারভেজ ও স্থানীয় যুবলীগ নেতা মিনহাজুল আবেদীন কনক।
বাদীপক্ষের আইনজীবী গাজীপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, বাদিনী তাহমিনা বেগমের বাড়ির ছাদ ঢালাই কাজে বাধা দিয়ে উল্লিখিত আসামিরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় গত ২৬ মার্চ রাত ৮টায় বাদিনীকে তার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায়। পরে বাদিনীর ছেলে ও মেয়েকে ফোন করে বাদিনীকে ছেড়ে দেওয়ার শর্তে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
বাদিনীর ছেলে-মেয়ে বহু কষ্টে স্বর্ণালঙ্কার বন্ধক রেখে নগদ ২ লাখ টাকা নিয়ে জয়দেবপুর তালাপট্টি নামক স্থানে যান। সেখানে পূর্ব থেকে অপেক্ষারত এএসআই জহিরুল ইসলাম তাদের হাত থেকে ২ লাখ টাকা নিয়ে নেন। বাকি ৩ লাখ টাকা দিতে ব্যর্থ হওয়ায় এএসআই জহিরুল বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বাদিনীকে আদালতে সোপর্দ করেন।
Discussion about this post