ফাহাদ মন্ডল :: গাজীপুরের শ্রীপুরে কারখানার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবীর অভিযোগ করেছেন দু’ব্যবসায়ী।উপজেলার টেপির বাড়ি এলাকায় আমান বাংলাদেশ নামক করাখানার বর্জিত মালামাল সরবরাহের অর্ডার পান স্হানীর আক্তারুল আলম এবং শাহজাহান মোড়ল। সোমবার (২১ অক্টোবর) ১১টার সময় ওই কারখানার মালামাল সরবরাহের জন্য কারখানায় ট্রাক নিয়ে গেলে কারখানার গেইটে ট্রাক আটকে দেয় স্হানীয় তাইজুদ্দিন টেডন,রতন টেডন,শাহজাহান টেডন,এনামুল ও খাদেমুলসহ কযেকজন।ওই বাঁধা প্রদানকারী সঙ্গবদ্ধ চক্রটি ব্যবসায়ী আখতারুল আলম ও শাজাহান মোড়লের কাছে প্রতি মাসে ২ লাখ টাকা করে চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা না দিলে এই কারখানায় ব্যবসা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেয় ওই চক্রটি।মঙ্গলবার দুপুরে স্হানীয় সাংবাদিকদের কাছে ব্যবসায়ী আক্তারুল আলম জানান,আমাদের ব্যবসায়িক কাজে প্রায়ই বাধাদেয় এই চক্রটি। তাদের চাঁদা না দিয়ে ব্যবসা করা দুষ্কর হয়ে পড়েছে। তাদের এমন বাঁধার প্রেক্ষিতে আমরা প্রায়ই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ওই কারখানা এলাকায় ব্যবসার সুস্থ পরিবেশ দাবী করে তিনি প্রশাসনের উদ্দেশ্য করে বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে চাঁদাবাজদের উপদ্রবে শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। অভিযুক্ত রতন টেডনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা প্রতিবারই মাল বের করে নিয়ে যায় আমাদেরকে টাকা দেইদিচ্ছি বলে টাকা দেয় না, তাই গাড়ি আটকে দিয়েছি।
Discussion about this post