২১ শে আগস্ট রোজ বুধবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা এবং পৌর শাখা স্বেচ্ছাসেবক দল। মূলত উনিশে আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও কেন্দ্র ঘোষিত নির্দেশনা অনুযায়ী আজ একুশে আগস্ট রোজ বুধবার দেশব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে এই সংগঠন।
১৯৮০ সালের ১৯শে আগস্ট বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঝালকাঠি জেলার ধানসিঁড়ি নদীর তীরে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শুভ যাত্রা শুরু করেন।
দেশের মানুষের অধিকার, গণতন্ত্র রক্ষা এবং যে কোনও দুর্যোগে জনগণকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল বিএনপির অঙ্গ সংগঠন ‘স্বেচ্ছাসেবক সংগঠন’, যা পরে ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল’ নামে পরিচিতি পায়।
জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১২ টায় উপজেলা ও পৌর সেচ্ছাসেবকদলের উদ্যোগে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম রবিনের সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে র্যালিটি পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহমুদ খান, বরিশাল জেলা উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিরাজ শিকদার আরজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা,শাহিন হাওলাদার, সাইফুল ইসলাম, রায়হান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম সিপন, যুগ্ন আহবায়ক ফয়সাল হাওলাদার, নাঈম মাহমুদ, রতন শাহ, রফিকুল ইসলাম মিন্টু, সদস্য-সুভাষ দাস, মোঃ আলী হোসেন খান, রাসেল গাজী, সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম,কলেজ ছাত্র দলের আহবায়ক এমাজউদ্দীন রাজু,সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Discussion about this post