বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবরে গুলিতে এক পোশাককর্মীর মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
নিহত সোহেল রানার ভাই ইব্রাহীম মঙ্গলবার ঢাকার হাকিম আদালতে এ মামলার আবেদন করেন। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিন বাদীর জবানবন্দি শুনে আদাবর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী এস এম ইবরাহীম খলিল জানান।
মামলার আরজিতে বলা হয়, সোহেল পেশায় ছিলেন পোশাক কারখানার কর্মী। ছাত্র জনতার আন্দোলনের সময় ৫ অগাস্ট আদাবর থানা এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।
আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এ মামলায়।
ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট শেষ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এ নিয়ে মোট ১৭টি মামলা হল, যার বেশিরভাগই হয়েছে ঢাকায়।
Discussion about this post