সারা দেশে সহিংসতায় গতকাল আরো চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আগের বিভিন্ন সহিংসতায় নিহত পাঁচজনের লাশ পড়ে আছে যশোর জেনারেল হাসপাতাল মর্গে। চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে।
এ ছাড়া বরগুনার পাথরঘাটা উপজেলায় বাড়ির সামনের ডোবা থেকে মোহাম্মদ আবুল বাশার (৪৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার একটি মোবাইল ফোনের দাকানি ছিলেন। এ সময় লুট করা হয়েছে তাঁর সঙ্গে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের মোবাইল ও টাকা।
গুলিবিদ্ধ শিক্ষার্থীর মৃত্যু
এদিকে দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা রাহুল ইসলাম (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে গতকাল শুক্রবার। রাহুল দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ছিলেন। তিনি সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের বিদুরসাই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
Discussion about this post