শিক্ষার্থী-জনতার গণ-আন্দোলনে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্বাভাবিক হতে শুরু করছে রাজধানী। খুলতে শুরু করেছে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান। তবে উপস্থিত কম বলে জানা গেছে।
এদিকে মঙ্গলবার রাজধানীর বেশিরভাগ সড়কে চলতে শুরু করেছে গণপরিবহন। তবে সংখ্যা খুব কম। সড়ক বাড়ছে লোকজনের উপস্থিতি। খুলতে শুরু করেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
এর আগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত ১৬ জুলাই অনির্দিষ্টকালের জন্য সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
পাশাপাশি ১৮ জুলাই থেকে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত রয়েছে।
গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার।
শুধুই তাই নয়, পদত্যাগের ৭৬ বছর বয়সী এই নেত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাসহ সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ প্রধান লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।
Discussion about this post